টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের কাছে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিলেন ভারতীয় মহিলা দল। জ্বলে উঠতে ব্যর্থ হলেন রামপালরা। অস্ট্রেলিয়ার কাছে ৭–১ ব্যবধানে হেরে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন মনপ্রীত সিংরা। প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে ৫–১ ব্যবধানে হেরেছিল ভারতীয় মহিলা হকি দল।
ম্যাচের শুরু থেকেই গ্রেট ব্রিটেনের আধিপত্য।
অস্ট্রেলিয়ার কাছে ৭–১ ব্যবধানে হেরে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন মনপ্রীত সিংরা। কিন্তু রানি রামপালরা ঘুরে দাঁড়াতে ব্যর্থ। টানা ৩ ম্যাচ হেরে অলিম্পিক থেকে কার্যত ছিটকে গেল ভারতীয় মহিলা হকি দল। পুল ‘এ’–র ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে রানি রামপালরা হারলেন ৪–১ ব্যবধানে।
প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে ৫–১ ব্যবধানে হেরেছিল ভারতীয় মহিলা হকি দল। দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে হার ২–০ ব্যবধানে। পরপর দুটি ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। কিন্তু রানি রামপালরা জ্বলে উঠতে ব্যর্থ।
শুরুতেই পরপর তিনটি পেনাল্টি কর্ণারও আদায় করে। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৪১ মিনিটে ব্যবধান বাড়ায় গ্রেট ব্রিটেন। পেনাল্টি কর্ণার থেকে ৩–১ করেন লিলি ওসলে। এখানেই ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় রানি রামপালদের।
ম্যাচের শুরু থেকেই গ্রেট ব্রিটেনের আধিপত্য। ২ মিনিটেই এগিয়ে যায় তারা। হানা মার্টিন গোল করে দলকে এগিয়ে দেন। শুরুতেই গোল হজম করে হতদ্যোম হয়ে পড়ের রানি রামপালরা। তবে ১২ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। ১৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ভারতের সামনে।
নবনীত কাউর গোলের সামনে ফ্রি হিট নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সুযোগ কাজে লাগাতে পারেননি। ২ মিনিট পরেই ব্যবধান বাড়ায় গ্রেট ব্রিটেন। সেই হানা মার্টিন আবার গোল করেন। ২৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান কমান গুরজিৎ কাউর।