বিজেপিকে রুখে দিয়ে একুশের ভোটযুদ্ধে জয়ের পর গোটা দেশের নজর এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রধান মুখ ভাবা হচ্ছে তাঁকেই। আর সেই জোটের সলতে পাঁকাতেই বর্তমানে দিল্লী সফরে রয়েছেন তিনি। এবার লক্ষ্যপূরণের উদ্দেশ্যে দিল্লীতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনে হাজির হলেন তৃণমূল নেত্রী। এদিন সন্ধ্যায় দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করবেন তিনি।
প্রসঙ্গত, বিরোধী জোট গড়তে আলোচনায় প্রস্তুত বলে ২১-এর মঞ্চ থেকেই জাতীয় নেতা-নেত্রীদের বার্তা দিয়েছিলেন মমতা। তার পর সোমবার পাঁচ দিনের দিল্লী সফরে বেরিয়ে পড়েন তিনি। সনিয়ার সঙ্গে সাক্ষাতের আগে মঙ্গলবার প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ এবং আনন্দ শর্মার সঙ্গেও দফায় দফায় কথা হয় মমতার। সাউথ অ্যাভিনিউয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন কমলনাথ এবং আনন্দ। মমতার সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে, দু’জনেই জোট নিয়ে আশা প্রকাশ করেছিলেন। এবার সোনিয়া-মমতার বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ।