বিজেপিকে রুখে দিয়ে একুশের ভোটযুদ্ধে জয়ের পর গোটা দেশের নজর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রধান মুখ ভাবা হচ্ছে তাঁকেই। এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে বিরোধী জোট নিয়ে আরও জোরালো বার্তা দিলেন তৃণমূল নেত্রী৷ তিনি বুঝিয়ে দিলেন, বিরোধী জোটের মুখ কে হবেন তা নিয়ে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে৷ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে বিরোধী জোট গঠনকেই এখন অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ এদিন দিল্লীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আগামী দিনে মোদীর সঙ্গে গোটা দেশের লড়াই হবে৷
মমতা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ২০২৪ পর্যন্ত অপেক্ষা করা নয়৷ উত্তর প্রদেশে বিজেপি-র বিজয়রথ থামিয়ে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য৷ আর উত্তর প্রদেশে বিজেপি-কে হারাতে গেলেও যে বিরোধী দলগুলির একজোট হওয়া প্রয়োজন, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও বুঝিয়ে দিয়েছেন, যে রাজ্যে যে বিরোধী দল শক্তিশালী, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকেই সাহায্য করতে হবে অন্যান্যদের৷ মমতা বুঝিয়ে দিয়েছেন, বাংলার নির্বাচনী সাফল্যকে সামনে রেখে বিজেপি বিরোধী ভোটকে একত্রিত করাই তার লক্ষ্য৷
লোকসভা নির্বাচনের আগে যে তিনি বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিকেও পাখির চোখ করেছেন, তা মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী৷ এদিনও সেই কথারই পুনরাবৃত্তি করেছেন তিনি৷ তাঁর কথায়, ‘আমরা বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি।কোভিড সঙ্কট মিটে গেলে আমরা বৈঠক করতে পারি।’ সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সোনিয়া গান্ধীও বিরোধী ঐক্য চাইছেন। এখন অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে।’ তবে বিরোধী জোট গঠনের কাজে তাড়াহুড়ো চান না তৃণমূলনেত্রী৷ বরং সবার মতামত নিয়েই এগনোর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়৷