অবশেষে জল থিতল হুগলির ওয়েলিংটন জুটমিলে। ৩১ জুলাই থেকে হবে উৎপাদন শুরু। সোমবার শ্রীরামপুরের শ্রমদপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকে ওই বিষয়ে নিশ্চিত করেছে মিল কর্তৃপক্ষ। তবে উৎপাদন শুরু হবে ধাপে ধাপে।
কারণ, এর আগেই মিল চালু করছি বলেও সময়ে মিল চালু করেনি কর্তৃপক্ষ। তবে প্রকাশ্যে এদিনের বৈঠককে ইতিবাচক দাবি করেছে শ্রমিক সংগঠনগুলি। ৩১ জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে বলে জানানো হয়েছে।
প্রাথমিক অসন্তোষের পর অবশ্য শ্রমিকপক্ষও সম্মতি দিয়েছে। যদিও শ্রমিক সংগঠনগুলির একাংশ বলছে, যতক্ষণ মিল চালু না হচ্ছে, ততক্ষণ সত্যিকারের খুশি হওয়ার অবকাশ নেই।