প্রথম, দ্বিতীয় এবার নাকি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে দেশ বিদেশে। সেই আতঙ্কের মধ্যেই খানিক স্বস্তির কারণ হয়ে এল এই সুখবর। আগষ্টেই করোনা টিকা পাবে শিশুরা। মঙ্গলবার এমনটাই জানালেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তৃতীয় ঢেউ মোকাবিলায় এটিই সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামী মাসেই করোনা টিকা পাবেন শিশুরা। অর্থাৎ আগষ্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিশেষজ্ঞদের মতে, করোনার শৃঙ্খল রুখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ হবে। আর এই পদক্ষেপই দেশকে স্কুল খোলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে দেবে।
তৃতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রেও শিশুদের টিকাকরণ অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই কেন্দ্র ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই ১২-১৮ বছরের জন্য টিকাকরণ শুরু হবে। ইতিমধ্যেই ট্রায়াল পর্ব শুরু করেছে জাইডাস ক্যাডিলা সংস্থা। ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেকও। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল পর্ব শেষ হবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিনেশন শুরু হওয়ার কথা।
ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি জানিয়েছেন, ‘শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে, এই সম্ভাবনা দেখতে পাচ্ছি।’ করোনাভাইরাসের রূপ বদল নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রথম ঢেউ আছড়ে পড়ার পর একাধিকবার ভোল বদলেছে করোনাভাইরাস। আলফা, বিটা, ডেল্টা, গামা ভ্যারিয়্যান্টগুলির দাপটে গোটা বিশ্ব। বর্তমানে ডেল্টা ভ্যারিয়্যান্ট দাপট দেখাচ্ছে গোটা বিশ্বে।
দেশে আসছে ১২-১৮ বছর বয়সীদের টিকা। কিছুদিন আগেই দ্য ল্যানসেটে গবেষণায় জানা যায়, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে ১৮ থেকে ৩০ শতাংশ। সেই আতঙ্ককে খানিক লঘু করে খোদ স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া এই সুখবর আশা বাড়াল বলেই ধরে নেওয়া যায়।