বিজেপিকে রুখে দিয়ে একুশের ভোটযুদ্ধে জয়ের পর গোটা দেশের নজর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এমনকী চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন তৃণমূল নেত্রীকে স্বাগত জানাতে একরকম তৈরি কংগ্রেসও। বুধবারই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতার। তার আগে মঙ্গলবার দিল্লীতে তাঁর সঙ্গে দেখা করে মমতার প্রশংসায় পঞ্চমুখ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা কমল নাথ।
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোয় মমতার সঙ্গে দেখা করতে পৌঁছন কমলনাথ। সেখানে দীর্ঘ ক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। মমতার সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদমাধ্যমে কমলনাথ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে এসেছিলাম। মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে ওঁর সঙ্গে কথা হয়েছে। ২০২৪-এর আগে জোট গড়া সম্ভব কি না, তা নিয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন, মানুষ পাশে থাকলে, যে কোনও শক্তিকেই রোখা সম্ভব।’