এবার আসামের ৬ পুলিশকর্মীকে হত্যা করার পরে দুষ্কৃতিদের সঙ্গে নিয়ে আনন্দ উৎসব করার অভিযোগ উঠল মিজোরাম পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আসাম-মিজোরাম সীমান্তে লাইলাপুরের কাছে এলাকা দখল নিয়ে সোমবার যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, তাতেই নিহত হন কমপক্ষে ৬ জন পুলিশকর্মী। আহত হন আরও অনেকে। ঘটনার পরেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটার হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে দাবি করেন, হত্যাকারীদের সঙ্গে রাস্তায় উল্লাস করেছে মিজোরাম পুলিশ। ভিডিওটিকে ‘দুঃখজনক এবং ভয়ঙ্কর’ মন্তব্য করে তিনি বলেন, ‘আসাম পুলিশের ৫জনকে হত্যা এবং অনেককে আহত করে এই ভাবেই মিজোরামের পুলিশ দুষ্কৃতিদের সঙ্গে নিয়ে আনন্দ করেছে।’
সোমবার যেখানে দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়, সেখানেই মিজোরামের পুলিশ আনন্দ-উৎসব করেছে বলে অভিযোগ। অন্য আরেকটি টুইটে আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁদের কাছে প্রমাণ আছে, যে ওই সংঘর্ষ চলাকালীন মিজোরাম পুলিশ লাইট মেশিনগান ব্যবহার করে।’ অন্যদিকে, গোটা ঘটনার জন্য আসামকেই দায়ী করেছেন মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেছেন, আসাম পুলিশের প্রায় ২০০ জন নিয়ম না মেনেই মিজোরামের এলাকাতে ঢুকে পড়ে। তারা সেখানে গুলি চালাতে শুরু করার পরেই মিজোরামের পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের গ্রেনেড ছোঁড়ে ও পরে পালটা জবাব দিতে বাধ্য হয় বলে দাবি করেছেন।