আসাম-মিজোরাম সীমানা নিয়ে দুই রাজ্যের বিবাদে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। সোমবার সন্ধেতেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৬ পুলিশকর্মীর মৃত্যুর কথা জানিয়েছেন। কিন্তু এখানেই শেষ হচ্ছেনা সংঘাত। হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, আসামের ৬ পুলিশের মৃত্যুতে মিজোরামের পুলিশ এবং দুষ্কৃতীরা বিজয়োল্লাস করছে একসঙ্গে। ক্ষোভের কথা জানিয়ে আপাতত স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই।
এরই মধ্যে এবার গোটা ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘আমি কামনা করি আহতরা দ্রুত সেরে উঠুন। যারা আত্মীয়-পরিজনদের হারিয়েছেন তাদের জন্য অনেক সমবেদনা।’ এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকেই দায়ী করছেন তিনি। রাহুলের কথায়, ‘ইচ্ছাকৃতভাবে যে ঘৃণা ও অবিশ্বাসের বীজ বপন করা হয়েছে, তারই মাশুল গুনছে দেশবাসী।’