ত্রিপুরায় রবিবার গভীর রাত থেকে আইপ্যাকের প্রতিনিধিদের হোটেলে পুলিশ দিয়ে আটকে রাখার বিষয়টি সামনে আসতেই তোলপাড় জাতীয় রাজনীতি। আগেই ঘটনার প্রতিবাদে টুইটে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরায় আটক আইপ্যাকের প্রতিনিধিদের মুক্ত করতে আগামীকালই ত্রিপুরায় যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই ২৩ জনের দলটিকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা। আগামীকাল সকাল ৯.২০ মিনিটে কলকাতা থেকে বিমান ধরবেন ব্রাত্যরা।
প্রসঙ্গত, একুশের ভোট যুদ্ধ জয়ের পর এখন তৃণমূলের লক্ষ্য জাতীয় স্তরে ‘খেলা’ শুরুর। আর সেই লক্ষ্যপূরণেই সঙ্গী আইপ্যাক গুটিগুটি পায়ে পাড়ি জমাচ্ছে ভিনরাজ্যে। এই তালিকায় প্রথম নামই ত্রিপুরা। এখানে সমীক্ষা করতে গিয়ে আটক হয় পিকের সংস্থার ২৩ সদস্য৷ অভিযোগ, রবিবার রাত থেকে তাঁদের আগরতলার একটি হোটেলে আটক করে রেখেছে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলকে ভয় পেয়েই আইপ্যাকের সদস্যদের কাজে বাধা দিচ্ছে বিপ্লব দেব সরকারের পুুলিশ। ত্রিপুরা তৃণমূলের সভাপতি আশিস লাল সিং-এর অভিযোগ, রবিবার রাতে রুটিন তল্লাশির নামে আইপ্যাকের সদস্যদের প্রথমে একদফা হেনস্থা করে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ৷ এর পর সোমবার সকালেও তাঁরা হোটেল থেকে বেরনোর সময় পুলিশ বাধা দেয়৷