পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। প্রায় ২ বছর আগে হোয়াটস অ্যাপ ও খবর জানানোর পরেই শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে।
গত সপ্তাহে ফের সামনে চলে আসে পেগাসাস কেলেঙ্কারির কথা৷ এরই মধ্যে এবার শোনা যাচ্ছে, নজরদারির আওতা থেকে দেশের সেনাকেও বাদ দেয়নি মোদী সরকার। সংবাদ মাধ্যমের প্রতিবেদন তুলে ধরে এ নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। আড়িপাতাকাণ্ডে বাদল অধিবেশনের শুরু থেকেই শাসক শিবিরের বিরুদ্ধে ঝড় তুলেছে জোড়া-ফুল শিবির। সেই রেশ বজায় রেখেই এদিন অধিবেশন শুরুর আগে টুইট করেন ডেরেক। টুইটারে তিনি লিখেছেন, ‘সাংবাদিক, বিরোধী, আইনজ্ঞ, সংসদের সতীর্থ…এখন সেনাও বাদ গেল না। এতে কোনও অস্পষ্টতা নেই। এটা একটা অপরাধ। এ জন্য দায়ী কে? আজই সংসদে এ নিয়ে আলোচনা হোক। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন।’