পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। প্রায় ২ বছর আগে হোয়াটস অ্যাপ ও খবর জানানোর পরেই শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। গত সপ্তাহে ফের সামনে চলে আসে পেগাসাস কেলেঙ্কারির কথা৷ এবার তাতেই উঠে এল আরও দু’টি নাম। যে নিউজ পোর্টালটি গত সপ্তাহে ওই কেলেঙ্কারির কথা প্রকাশ করেছিল, তারা ফের জানিয়েছে, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক সহকারী ও এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের এক অফিসারের ফোনেও আড়ি পাতা হয়েছিল।
ইডির ওই অফিসারের নাম রাজেশ্বর সিং। তিনি উচ্চপর্যায়ের কয়েকটি তদন্তে যুক্ত। ফরাসি স্বেচ্ছাসেবী সংস্থা ফরবিডেন স্টোরিজ জানিয়েছে, রাজেশ্বর সিং-এর দু’টি ফোন নম্বর এবং তাঁর পরিবারের তিন মহিলার চারটি নম্বরে পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয়েছিল। কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী তথা প্রাক্তন আইএএস অফিসার ভি কে জৈনের ফোনেও আড়ি পাতা হয়েছিল।
অভিযোগ, ২০১৮ সাল থেকে তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছিল। প্রধানমন্ত্রীর অফিস এবং নীতি আয়োগের একজন করে অফিসারের ফোনেও আড়ি পাতা হয়েছিল। প্রধানমন্ত্রীর অফিসের ওই অফিসার ২০১৭ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের দায়িত্বে ছিলেন। তখন থেকেই তাঁর ফোনে আড়ি পাতা শুরু হয়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ইডিতে আছেন রাজেশ্বর সিং। টুজি স্পেকট্রাম কেলেংকারি ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস কেলেংকারির তদন্তে তিনি যুক্ত ছিলেন।
পেগাসাস বিতর্ক শুরু হয় ১৮ জুলাই রাত থেকে। অভিযোগ, ইজরায়েলি নজরদারি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়ার দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ তিনশোরও বেশি ফোনে আড়ি পেতে তথ্য হাতিয়ে নিয়েছে। সরকার ও বিরোধী পক্ষের একাধিক ব্যক্তিত্বের ফোন হ্যাক হয়েছে। সেই তালিকায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের নামও পাওয়া গিয়েছে।