ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতেই তাঁর এই কর্মসূচি বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। একই সঙ্গে কৃষি আইন প্রত্যাহারেরও দাবি তুলেছেন তিনি। রাহুল বলেন, ‘সংসদে আমি কৃষকদের প্রতিনিধি হয়ে তাঁদের বার্তা পৌঁছে দিতে এসেছি’।
কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে গত বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের অন্যান্য সাংসদ ছাড়াও তাঁর সঙ্গে যোগ দিয়েছিল শিবসেনা, ডিএমকে-ও। তারপর এদিন সোমবার সমর্থকদের সঙ্গে নিয়ে ট্র্যাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল। ট্র্যাক্টরের সামনে টাঙানো ব্যানারে বড় বড় হরফে লেখা ছিল, ‘কৃষক বিরোধী তিনটি কালো আইন প্রত্যাহার করুন।’
সংসদভবন চত্বরে পৌঁছে বলেন, ‘সংসদে কৃষি আইন নিয়ে আলোচনা করতে দেওয়া হয় না। কৃষকদের দমিয়ে রাখছে সরকার। তাই কৃষকদের বার্তা সংসদে পৌঁছে দিতে এসেছি আমি। কালো আইন তুলে নিতে হবে সরকারকে।’ রাহুল গান্ধীর এই ট্রাক্টর চালানোর ঘটনাকে রাজনৈতির স্ট্যান্ট বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি। তাদের দাবি, ‘পিচ রাস্তায় ট্রাক্টর চালিয়ে রাজনীতি করতে চাইছেন কংগ্রেস সাংসদ’।
এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘কৃষকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তাঁদের দাবিদাওয়া নিয়ে সংসদে কোনও আলোচনাই হচ্ছে না। এই কালা কানুন রোধ করতেই হবে কেন্দ্রকে। গোটা দেশ জানে এই আইন কেবল দু-তিন জন শিল্পপতিকে সুবিধা দেওয়ার জন্যই আনা হয়েছে।’ তাঁর আরও কটাক্ষ, ‘কেন্দ্রের মতে তো কৃষকরা এই আইনে সবচেয়ে খুশি। আর যারা প্রতিবাদ জানাচ্ছে তাঁরা তো দেশদ্রোহী জঙ্গি।’