সোশ্যাল মিডিয়ায় কবি জয় গোস্বামী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘অপমানজনক’ মন্তব্য করা হয়েছে। এই অভিযোগ তুলে এবার সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করলেন জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী। বিধাননগর উত্তর থানাতে দুই ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ দায়ের করেছেন তিনি।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়েছিলেন জয় গোস্বামী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে সুস্থ করে তোলার জন্য রাজ্য সরকার ব্যয়ভার বহন করে। সেই ঘটনার রেশ টেনে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা হয়, নজরুল একাডেমির সভাপতি জয় গোস্বামী লক্ষ টাকা রোজগার করেন। তাহলে কি কারণে রাজ্য সরকার তাঁকে অর্থ দিয়ে সাহায্য করছেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয় ব্যয়ভার বহন করে আনুগত্য লাভের চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। এই ঘটনা নিয়ে কবি কন্যা দেবত্রী গোস্বামী সল্টলেক সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গোটা ঘটনায় অসন্তুষ্ট কবি জয় গোস্বামী এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এমন পোস্টের মাধ্যমে শুধুমাত্র তাঁকে অসম্মান করা হয়েছে তা নয়, খোদ মুখ্যমন্ত্রীকেও খাটো করা হয়েছে। এই অসম্মান নেওয়া সম্ভব হচ্ছে না। তাঁর দাবি, নজরুল অ্যাকাডেমির সভাপতি পদে থাকলেও তার জন্য কোনও বেতন পান না তিনি। ওই পদটি সাম্মানিক পদ।