শনিবার ভোররাত থেকেই পুলিশ ও সেনার যৌথবাহিনীর সঙ্গে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। তার ফলে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। অন্য দিকে, জম্মুর মেন্ধার এলাকায় মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের। আহত হয়েছেন আরও একজন।
জম্মুর পুঞ্চ জেলায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। এ দিকে শুক্রবারই রাজরৌ থেকে একাধিক রেডিও সেট ও একটি একে ৪৭–এর গুলি উদ্ধার করেছে ভারতীয় সেনা। এলাকায় জঙ্গি থাকতে পারে সন্দেহে রাজরৌতে তল্লাশি চালায় সেনা।
সেই তল্লাশিতেই লাম্বেরি জঙ্গলের ভিতর একটি স্থানে দু’টি রেডিও সেট ও একটি একে ৪৭-এর গুলি উদ্ধার করে সেনা। এগুলি একটি প্যাকেটের মধ্যে ছিল। প্রাথমিক ভাবে প্যাকেটে বিস্ফোরক আছে সন্দেহ হলেও পরে তার ভিতর থেকে রেডিও সেট ও গুলি উদ্ধার হয়।
সেই লড়াই চলেছে বেলা পর্যন্ত। যদিও এক সেনা আধিকারিক টুইটে জানিয়েছেন, ইতিমধ্যেই গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। তবে দুই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।