এবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে সংসদে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিথ্যে কথা বলেছেন, এই মর্মে সংসদের নিম্নকক্ষে এদিন বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে ঘাসফুল শিবির।
লোকসভার সচিবকে দেওয়া একটি চিঠিতে তৃণমূলের তরফে লেখা হয়, গত ১৯ জুলাই লোকসভায় নিজের ভাষণে অশ্বিনী বৈষ্ণব কিছু এমন দাবি করেছিলেন যা পুরোপুরি সত্য নয়। উল্লেখ্য, পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সাফাই দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব নিজের ভাষণে বলেছিলেন, ‘অতীতেও একাধিকবার হোয়াটসঅ্যাপে পেগাসাস নিয়ে একই ধরনের দাবি করা হয়েছিল। এই ধরনের দাবির কোনও সত্যতা নেই, সুপ্রিম কোর্ট-সহ সব দল তা নস্যাৎ করেছে।’ কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের এই অংশ সম্পূর্ণ সত্য নয়। এই দাবি তুলে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে তৃণমূল।