চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত দেশবাসীকে করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে গত মে মাসে দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল, লক্ষ্য সেরকম রাখা হলেও এটা বলা সম্ভব নয় যে ওই সময়ের মধ্যেই দেশের সকলের টিকাকরণ সম্ভব হবে কিনা। এর জন্য কোনও নির্ধারিত সময়সীমা রাখা হচ্ছে না। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে এবার এমনটাই জানাল স্বাস্থ্যমন্ত্রক।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রক টিকাকরণের খুঁটিনাটি জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়, সরকার কি ডিসেম্বরের মধ্যেই টিকাকরণ সম্পূর্ণ করে ফেলতে চায়? সেক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে? এছাড়াও আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে দেশে কত টিকা পাওয়া যাবে এবং এযাবৎ করোনা টিকার কর্মসূচী বাবদ কেন্দ্র মোট কত টাকা খরচ করেছে তাও জানতে চাওয়া হয়। পাশাপাশি টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিতে দেরি হওয়ার কারণেই যে টিকাকরণের গতি বাড়েনি সেসম্পর্কে কেন্দ্রের মতও জানতে চাওয়া হয়।
কেন্দ্রের তরফে ওই সব লিখিত প্রশ্নের উত্তরে জানান হয়, দেশে কোভিডের টিকাকরণ দ্রুতগতিতেই সম্পন্ন হচ্ছে। কিন্তু অতিমারীর পরিবর্তনশীল গতিপ্রকৃতির জন্যই নির্দিষ্ট টাইমলাইন বলা সম্ভব নয়। যদিও এবছরের মধ্যেই টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যই রাখা হয়েছে। সেই সঙ্গে জানান হয়েছে, আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের কাছে ১৩৫ কোটি ভ্যাকসিনের ডোজ মজুত থাকবে। এযাবৎ ৯ হাজার ৭২৫ কোটি ১৫ লক্ষ টাকা টিকাকরণ কর্মসূচী বাবদ খরচ হয়েছে বলেও জানানো হয়েছে। এর জন্য নির্ধারিত বাজেট ৩৫ হাজার কোটি টাকা রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।