গত কিছুদিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের কোঙ্কন এলাকায়। তার জেরেই এবার উদ্ধব রাজ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ব্যাপক বৃষ্টির ফলে রায়গড় জেলায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল কমপক্ষে ৩৬ জনের।
মহারাষ্ট্রে গত ৪০ বছরে এমন বৃষ্টি দেখা যায়নি। বৃহস্পতিবার তিনটি ভূমিধসে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ৩২টি দেহ এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। অন্য চারটি দেহ উদ্ধার করা হয়েছে অপর জায়গা থেকে। মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি।
জানা গিয়েছে, দুর্গতদের বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যার জেরে আটকে পড়া লোকেদের বাড়ির ছাদে বা কোনও উঁচু জায়গায় হাজির হতে বলছে কর্তৃপক্ষ। যাতে উদ্ধারকারী দল দ্রুত তাদের সন্ধান করে সরিয়ে নিতে পারে।
এদিকে, মুম্বই থেকে প্রায় ২৫০ কিমি দূরে ব্যাপক বৃষ্টির জেরে উপকূলীয় শহর চিপলুনের কিছু অংশে টানা বৃষ্টির জেরে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল নেটওয়ার্কও অনেক সময় পাওয়া যাচ্ছে না। একটি কোভিড হাসপাতালের চারপাশ পুরোপুরি জলে নিমজ্জিত। নৌকায় করে রোগীদের নিয়ে আসতে দেখা গিয়েছে।
ইতিমধ্যেই নেভির দু’টি উদ্ধারকারী দল, ১২টি লোকাল রিলিফ টিম, উপকূলরক্ষী বাহিনীর দু’টি টিম ও এনডিআরএফ-এর তিনটি দল একযোগে এই উদ্ধারকাজে মোতায়েন করা রয়েছে। রাবার বোট, লাইফ জ্যাকেট সহ চলছে উদ্ধারকাজ। স্পেশালিস্ট ডুবুরিরাও রয়েছে উদ্ধারকাজে।