১৯৯৩-এর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিংস অভিযানে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল ১৩ জন কর্মী-সমর্থকের। সেই থেকে ২১ জুলাই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য তাঁর দল ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ ছিল তৃণমূলের৷ তবে এবার তৃণমূলের দেখাদেখি ওই একইদিনে শহীদ তর্পণ পালন করেছে গেরুয়া শিবিরও। সব মিলিয়ে শহীদ দিবস পালনে দুই রাজনৈতিক প্রতিপক্ষের লড়াই ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, করোনা আবহের কারণে দুই শিবিরের সভাই হয়েছে ভার্চুয়াল মোডে। কালীঘাটে ভাষণ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, হেস্টিংসে শুভেন্দু অধিকারীর বক্তব্য। দিল্লীর রাজঘাটে দিলীপ ঘোষের কর্মসূচীও ছিল। তবে বুধবারের লড়াইয়ে বেশ অনেকটাই পিছিয়ে ছিল পদ্ম শিবির। সোশ্যাল মিডিয়ার হিসেব ধরা পড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজ ও বিজেপি ওয়েস্টবেঙ্গল পেজে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ বলছে লাইক করেছেন ২৩ হাজার মানুষ। শেয়ার করেছন ৩১ হাজার মানুষ। কমেন্টস করেছেন ২ লাখ ৭৮ হাজার মানুষ। এবার বিজেপি ফর বেঙ্গলের পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে দুই অনুষ্ঠানের দু’ধরণের নেট লড়াই। দিল্লীর রাজঘাটে সাংসদ দিলীপ ঘোষের কর্মসূচী তেমন আশানুরূপ ফল করেনি। আবার কলকাতায় হেস্টিংসে অফিসে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে লাইক হয়েছে ৯ হাজার।