এবার রাজধানীর রাস্তায় উক্ত্যক্ত করা হল বাংলার দুই তরুণীকে! ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দিল্লীর হজ খাস এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবতীকে কটুক্তি করছেন কয়েকজন মধ্যবয়স্ক ব্যক্তি। ভিডিয়োতে স্পষ্ট শোনা যায় তারা জিজ্ঞেস করছেন, ‘রেট কেয়া হ্যায়’? তবে এক তরুণী চুপ না থেকে রুখে দাঁড়ানোয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তিরা।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, ওই তরুণী দার্জিলিঙের বাসিন্দা। রাজধানীতে মহিলাদের কীভাবে উত্যক্ত করা হয়, ভিডিয়োতে তা জানান ওই তরুণীরা। তাঁদের অভিযোগ, আশেপাশে একাধিক পথচারী থাকা সত্ত্বেও, কেউ ঘটনার প্রতিবাদ করেনি। নূন্যতম সাহায্যের জন্যও এগিয়ে আসেনি কেউ!
কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তরুণীরা জানান, ওই রাতে প্রথমবার হেনস্থা হতে হয়নি তাঁদের। বিদ্বেষেরও শিকার হয়েছেন তাঁরা। এই ক্ষেত্রে অভিযোগের তির এক পুলিশ কর্মীর দিকে। তরুণী জানান, এক পুলিশ কর্মী তাঁকে এবং তাঁর বান্ধবীর রাস্তা আটকে সে দিন জিজ্ঞেস করেছিল ‘আপ লোগ ডান্সার হো কেয়া’? ওই তরুণীদের দাবি, শুধুমাত্র পাহাড়ের বাসিন্দা হওয়ার কারণে তাঁকে এভাবে হেনস্থা হতে হয়েছে।
ঘটনার জেরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। বিষয়টিতে হস্তক্ষেপ করেছে দিল্লী মহিলা কমিশনও। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিয়েছে কমিশন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ঘটনায় কোনও এফআইআর রুজু হয়নি। তবে বিষয়টি খুব গম্ভীর। কঠোর হাতে বিষয়টি সামলানো দরকার।
দিল্লির সাউথ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালওয়াল। টুইটে তিনি জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আমাদের নজরে এসেছে যেখানে কয়েকটি মেয়েকে হেনস্থার শিকার হতে হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে। আমরা ইতিমধ্যেই পুলিশকে এফআইআর রুজু করতে বলেছি’।