“প্রতি বছর সংসদের অধিবেশন শুরু হলে আমি এক বার দিল্লী যাই। কোভিড পরিস্থিতির কারণে এ বার ভোটে জেতার পরে যাওয়া হয়নি। এক বার দিল্লী যাব। তবে, কবে যাব সেটা এখনও ঠিক করিনি। এ বার গিয়ে সময় পেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।’’ বৃহস্পতিবার নবান্নে বৈঠকের মাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এ বারের সফরে মমতা সাক্ষাৎ করতে পারেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গেও। এ ছাড়াও, শরদ পওয়ার, অরবিন্দ কেজরীবাল, অখিলেশ যাদব-সহ একঝাঁক বিজেপি বিরোধী নেতার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। সফরের একদিন সংসদের সেন্ট্রাল হলে যাবেন মমতা। ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বিরোধীদের এক জোট হয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। সেই বিষয়ে দিল্লী সফরে মমতার একাধিক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, চলতি মাসের ২৬ তারিখ দিল্লী যেতে পারেন মমতা। ওই দিন বিকেল তিনটের বিমানে কলকাতা থেকে দিল্লী রওনা হতে পারেন তিনি। ২৭, ২৮ ও ২৯ তারিখ দিল্লীতেই থাকতে পারেন মুখ্যমন্ত্রী। নিজের যাবতীয় কর্মসূচি সেরে ৩০ তারিখ রাজধানী থেকে কলকাতায় ফিরতে পারেন তিনি।