বেশিক্ষণ অনুশীলন করতে পারলেন না অপূর্বীরা। অলিম্পিক্সের দু’দিন আগে মাত্র ২০ মিনিট সুযোগ পেলেন অনুশীলনের। ভুল পরিকল্পনার জন্য এমন ঘটেছে বলে জানিয়েছেন জাতীয় শুটিং সংস্থার কর্তারা। শনিবার প্রথম ইভেন্টে নামছেন রাইফেল শুটাররা।
প্রসঙ্গত, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ইভেন্ট রয়েছে শনিবার। পুরুষদের এই ইভেন্ট রয়েছে রবিবার। পুরুষ বিভাগে লড়ছেন দীপক কুমার এবং দিব্যাংশ সিংহ পানওয়ার। ইভেন্ট থাকার কারণে শুটাররা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না।
ভারতের বাকি শুটাররা দু’ঘণ্টার উপরে অনুশীলন করলেও রাইফেল দলে থাকা এলাভেনিল ভালারিভন এবং অপূর্বী চান্ডেলা মাত্র ২০ মিনিট অনুশীলনের সুযোগ পান। জাতীয় সংস্থার এক কর্তা বলেছেন, “সমস্ত শুটাররা একটাই কেন্দ্রে অনুশীলন করছে। তাদের জন্য আলাদা সময়ের স্লট দেওয়া হয়েছে। কিন্তু রাইফেল শুটারদের জন্য ২০ মিনিটই বরাদ্দ ছিল।”