বৃহস্পতিবার সরকারি একাধিক প্রকল্পের রূপায়ন নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়েই এই বৈঠক। এদিন তিনি বলেন, ১৬ আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন হবে। রাজ্যের বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল দেওয়া হবে। রাজ্যের শিক্ষকদের জন্য উৎসশ্রী প্রকল্প। বাড়ি থেকে যাতে শিক্ষকদের বেশি দূরে যেতে না হয়, তাই এই প্রকল্প।‘
শুরু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পেগাসাস এবং দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা নিয়ে এদিন সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এভাবে কতদিন হিটলারি কায়দায় চলবেন মোদীবাবু’? ভয় দেখিয়ে রাখবে এভাবে?‘
এদিন তিনি বলেন, আমি নিজের জন্য নয়, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ওরা আমাকে মারতেই পারে, কিন্তু দেশের মানুষকে মারতে দেব না। পেগাসাস প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্ন থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘পেগাসাস মোদীবাবুর নাভিশ্বাস। সকলের কন্ঠ বন্দী করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব করে কোনও লাভ নেই। একটা ফোন রয়েছে, কিন্তু সেটা ট্যাপ করা। কারও সঙ্গে কথা বলা যাচ্ছে না। জগত এভাবে চলতে পারে না। সুপার এমার্জেন্সির থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভয় দেখিয়ে কতদিন’? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নিজের দলের নেতা-মন্ত্রীদেরও বিশ্বাস করেন না। আরএসএস এর নেতাদের ফোনও ট্যাপিং করা হচ্ছে বলেই অভিযোগ তাঁর।