দিল্লী গেলে সময় পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন, জানিয়েছিলেন মমতা। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, তাঁকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক কবে, কখন মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে তা না জানালেও এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দিল্লী গেলে তাঁর সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “দু’-তিন দিনের জন্য নয়াদিল্লী যাব। প্রধানমন্ত্রীর সময় পেয়েছি। তাঁর সঙ্গে দেখা করব। রাষ্ট্রপতির কাছেও যাব।” পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা বলেন তিনি।
প্রসঙ্গত, এমাসের ২৬ তারিখেই দিল্লী যেতে পারেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরবেন ৩০ তারিখ। এর মধ্যেই কোনও সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর। ইতিমধ্যেই দিল্লী চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজধানী যাচ্ছেন মমতাও। জল্পনা, ২০২৪ লোকসভা নির্বাচনের রণনীতি নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা ওই সময়ই। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবের মতো বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাকে ভ্যাকসিন বঞ্চনার স্বীকার হতে হচ্ছে বলে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি করে করোনার টিকা দেওয়া হচ্ছে। এমনকী, চাহিদার থেকেও বেশি। কিন্তু বাংলা পাচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ তুলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।