কাটল দুশ্চিন্তার মেঘ। ডারহামে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। পিঠের চোটের জন্য প্রস্তুতি ম্যাচ না খেললেও বুধবার নেটে অনুশীলন করতে দেখা গেল তাঁকে। ডারহাম ক্রিকেট ক্লাবের টুইটারের পাতায় দেখা গেল সেই ছবি।
প্রসঙ্গত, ডারহামে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ডারহাম ক্রিকেট টুইট করে লেখে, “মধ্যাহ্নভোজের সময় নেটে ভারতীয় দলের অধিনায়ক।” কোহলি এবং অজিঙ্ক রাহানে, দু’জনের কেউই প্রস্তুতি ম্যাচে খেলছেন না রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তবে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
আগামী ৪ঠা অগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত এবং ইংল্যান্ড। তার আগে প্রস্তুতি ম্যাচে বড় রান পেলেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা। রোহিত শর্মার নেতৃত্বে ৩১১ রান করে ভারত। কাউন্টি দলকে ২২০ রানে শেষ করে দেয় তারা। তিন উইকেট নেন উমেশ যাদব। মহম্মদ সিরাজ নেন দুই উইকেট।