বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বালি উত্তোলনের নতুন নীতি আনা হল যেখানে বালি উত্তোলনের সমস্ত দায়িত্ব থাকবে মুখ্যসচিব ও অর্থসচিবের হাতে। ফলে বালি উত্তোলনের জন্য যে কোনও বেসরকারি সংস্থাগুলিকে অনুমতি নিতে হবে মুখ্যসচিবের কাজ থেকে। তবে শুধু বালি নয়, কয়লা উত্তোলনের ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলতে হবে। এই সমস্ত পাচার রুখতে এ এক বড় পদক্ষেপ নিলেন মমতা।
মিনারেল মাইনিং কর্পোরেশনকে আরো শক্তিশালী করার উদ্যোগেই নয়া নীতি আনা হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘যে দায়িত্ব ছিল জেলাশাসকের হাতে, সিটি এবার থেকে মিনারেল মাইনিং কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে পুরো বিষয়টি তদারকি করবেন মুখ্যসচিব ও অর্থসচিব।’ প্রত্যেকটি বালি ও কয়লাখাদানগুলির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবেন তাঁরা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বালি, কয়লার মতো প্রাকৃতিক সম্পদ লুট রুখতে পারা যাচ্ছে না। অবশেষে বাধ্য হয়েই নয়া নীতি অবলম্বন করতে হল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘কিছু স্থানীয় মাফিয়াদের জন্য বালি, কয়লা, সুড়কি, পাথর লুট হয়ে যাচ্ছে।’ এতদিন খাদান লিজ দেওয়ার বিষয়ে দায়িত্ব ছিল নির্দিষ্ট জেলার জেলাশাসকের হাতে। ‘স্থানীয় সম্পদ লুট করা যাবে না!’ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।