কাউন্টি দলের হয়ে খেলছিলেন ওয়াশিংটন। ডারহামে অনুশীলন ম্যাচ খেলার সময় চোট পেলেন আঙুলে। ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। আবেশ খানের মতো তিনিও আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন।
কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। ৪ অগস্ট থেকে শুরু ইংল্যান্ড সিরিজ। তার আগে একের পর এক ক্রিকেটার চোটের জন্য ছিটকে যাওয়ায় বেশ বিপাকে ভারতের দল। চোট রয়েছে অজিঙ্ক রহাণেরও। তবে তিনি টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে বোর্ড।
আঙুলে চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর। তৃতীয় ভারতীয় হিসেবে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। শুভমন গিল এবং আবেশ খানের পর আরও এক ক্রিকেটারকে হারাল ভারত।