আগেই ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত ঘোষণাও করলেন। তিনি জানান, প্রতি বছর ১৬ আগস্ট রাজ্য জুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হবে। রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে ১০টি করে ‘জয়ী’ বল। যা তৈরি হয়েছে বাংলাতেই। ইতিমধ্যে ৫০ হাজার বল তৈরিও করা হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এরপর এই দিনটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ১৯৮০ সালে ইডেন গার্ডেন্সে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা মাথায় রেখেই এই খেলা হবে দিবস পালিত হবে। তাঁর সংযোজন, ‘১৬ আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক পরদিনই পালিত হবে ‘খেলা হবে’ দিবস। দেশের স্বাধীনতা আজ বিপন্ন। দেশের মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। দেশ যাতে এই সমস্ত কিছু থেকে মুক্তি পায়। মানুষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ন থাকে। সেজন্যই আয়োজিত হবে এই ‘খেলা হবে’ দিবস।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওই দিন ১ লক্ষ ফুটবল গ্রামে-গঞ্জের বিভিন্ন ক্লাবকে দেওয়া হবে। রাজ্যের যুবকল্যাণ এবং ক্রীড়াদপ্তরের পক্ষ থেকে এই বলগুলি দেওয়া হবে। আইএফএ-র ২৮০টি ক্লাবকেও দশটি করে বল দেওয়া হবে। এই নিয়ে অরূপ বিশ্বাসকে বলেছি কাগজপত্র তৈরি করতে। ইতিমধ্যে ৫০ হাজার বল তৈরিও হয়ে গিয়েছে। আমাদের ঘরের মা-বোনেদের তৈরি ‘জয়ী’ বল সবাইকে দেওয়া হবে।’
মমতার মতে, ‘সভ্যতা-সংস্কৃতিকে রক্ষা করতে এই খেলার প্রয়োজন। খেলোয়াড়সুলভ মনোভাব প্রত্যেকেরই রাখা দরকার। অনেকেই আবার এর অন্য মানে তৈরি করে। আসলে খেলা হবে স্লোগানের উৎপত্তি বাংলা থেকেই। তবে আজ তা গোটা ভারতে জনপ্রিয়। আমরা ‘খেলা হবে’ দিবস বিশেষভাবে পালন করতে চাই।’ এবার থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।