ইতিমধ্যে পেগাসাস বিতর্কে গোটা দেশের রাজনৈতিক আবহ তোলপাড়ের পর্যায়ে। বুধবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতার বক্তৃতার বড় অংশ জুড়েই রইল সেই প্রসঙ্গ। আর তারই মধ্যে নতুন স্লোগান শোনালেন মমতা। বললেন, “পেগোসাস- ফেরোসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস।” মমতা বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের প্রসঙ্গ দিয়েই শুরু করেন তাঁর বক্তৃতা। বলেন, “বিজেপির লোকবল থেকে অর্থবল, সব রকম শক্তিকে পরাস্ত করে বাংলার মানুষ তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় এনেছে। শুধু বাংলা নয়, গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাও আমাদের সমর্থন জানিয়েছেন।” সেই প্রসঙ্গ থেকেই টেনে আনেন ফোনে আড়ি পাতা প্রসঙ্গ। বুধবার দিল্লীতে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ছিলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁদের উদ্দেশ্য করে মমতা বলেন, “আমাদের ফোন ট্যাপ করা হচ্ছে। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি চলছে। চিদম্বরমজি, শরদ পওয়ারজির সঙ্গে কথা বলার উপায় নেই। ফোন ট্যাপ করছে।”
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতার অভিযোগ, “গরিব মানুষকে টাকা দেওয়ার বদলে আড়ি পাতায় টাকা খরচ করা হচ্ছে।” মমতা এমনটাও বলেন যে, “কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। মন্ত্রী, আমলা, বিরোধীদের নেতা, বিচারপতিদের ফোনে আড়ি পাতা হচ্ছে।” তাঁর অভিযোগ, “নির্বাচন, সংবাদমাধ্যম এবং বিচার বিভাগ, গণতন্ত্রের তিনটি গুরুত্বপূর্ণ কাঠামোই ভেঙে দিয়েছে। গণতন্ত্রের বদলে দেশ জুড়ে স্পাইগিরি চালাচ্ছে বিজেপি।” প্রতি বছর শহীদ দিবসের অনুষ্ঠান থেকে মমতা দলের কর্মীদের জন্য পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন। বুধবার বলেন, “সাধারণ মানুষের অসুবিধা না করে কর্মীরা রোজ আধ ঘণ্টা মিছিল করুন। পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি, ভ্যাকসিন না মেলার স্লোগান তুলুন।” সেই সময়েই তাঁর মুখে শোনা যায় ওই স্লোগান, “পেগোসাস-ফেরোসাস, নরেন্দ্র মোদীর নাভিশ্বাস।”