এই তো কিছু মাস আগের কথা। তখন সদ্য দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে দিকে দিকে চলছে অক্সিজেন এবং হাসপাতালের বেডের জন্য হাহাকার। দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই শ্বাসবায়ু জন্য হাহাকার দেখা গিয়েছিল। তবে এই নিয়ে সংসদে প্রশ্ন উঠলে কেন্দ্রের তরফে স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী পারভিন বলেন, অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি। আর এরপরই এই মন্তব্যের বিরোধিতায় সরব হয় কংগ্রেস।
গতকাল রাজ্যসভায় করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্কট নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিচ্ছিল কেন্দ্র। প্রশ্ন তোলা হয়েছিল, করোনায় আক্রান্তরা অক্সিজেনের অভাবে রাস্তায় পড়ে মারা গিয়েছেন কি না। এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার লিখিতে ভাবে জানান, অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি। এরপরই সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কংগ্রেসের তরফে দাবি করা হয়ে ভারতী পারভিনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হবে।
কংগ্রেসের অভিযোগ, অক্সিজেন নিয়ে দেশে রোগী মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সংসদকে মিথ্যে বলেছেন মন্ত্রী। ভারতী পারভিনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হবে বলে জানিয়ে কংগ্রেসের রাজ্যসভার সদস্য কেসি বেণুগোপাল বলেন, ‘এই সরকার অন্ধ এবং নির্লিপ্ত। অক্সিজেনের অভাবের কারণে কত মৃত্যু হয়েছে, তা সাধারণ মানুষই দেখেছে।’ এদিকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও এই বিষয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘শুধুমাত্র অক্সিজেনের অভাব নয়, সংবেদনশীলতা এবং সত্যের অভাব সেদিনও ছিল এবং আজও আছে।’