১৯৯৩-এর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিংস অভিযানে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল ১৩ জন কর্মী-সমর্থকের। সেই থেকে ২১ জুলাই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য তাঁর দল ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ হচ্ছে। এদিন, শহীদ দিবস নিয়ে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি লিখেছেন, ‘২১ জুলাইয়ের সেই বেদনাদায়ক স্মৃতি আজও আমাদের মনে সতেজ। আমরা কিছুতেই ভুলতে পারব না কীভাবে সেই সময় সরকারের নৃশংসতার শিকার হয়েছিলেন ১৩ জন। শহীদ দিবসে আমি আন্তরিকভাবে বীরদের প্রতি সম্মান জানাই। জয় হিন্দ, জয় বাংলা।’