দয়া করে দেশকে বাঁচান। স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য কোর্টকে অনুরোধ করছি। এবার সরাসরি ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের কাছে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে পদক্ষেপ করার আর্জি জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেন তিনি।
আজ শহীদ দিবসের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে দেশকে বাঁচান। স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য কোর্টকে অনুরোধ করছি। পিকে, অভিষেকের ফোন ট্যাপ করা হচ্ছে।’ তাঁর অভিযোগ, ‘আমাদের ফোনে নজরদারি চলছে। আমি চাইলেও চিদম্বরম, শরদ পাওয়ার, দিল্লীর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছি না। ফোনে নজরদারি চালাচ্ছে। মন্ত্রীর ফোন, বিচারপতির ফোনে নজরদারি চলছে।’
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তৃতা শুরু করেন মমতা। তিনি বলেন, ‘পেগাসাসের নামে আমার ফোন ট্যাপ করা হচ্ছে। কারও সঙ্গে কথা বলতে পারছি না। মোদীজি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি না। আমাদের রাজনীতিতে একটা নীতি আছে। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছেন আপনি আর অমিত শাহ। যতটা নীচে নামা সম্ভব আপনি নেমেছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করছে বিজেপি। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে বিজেপি। গণতন্ত্রের বদলে গোয়েন্দাগিরি চলছে।’