পেগাসাস নিয়ে সংসদে ঝড় তুলেছে তৃণমূল। আর সেই ঝড়কে একুশে জুলাইয়ের মঞ্চে টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসুলভ ভঙ্গিতে ছন্দ মিলিয়ে বললেন, ‘আমার ফোনেও ট্যাপ হচ্ছে। পেগাসাস, ফেরোসাস, ডেঞ্জারাস’।
কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেতা থেকে শুরু করে শিল্পপতি, সাংবাদিকদের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে ইজরায়েলী স্পাইওয়্যার পেগাসাসের বিরুদ্ধে। অভিযোগের আঙুল উঠছে কেন্দ্র তথা শাসক বিজেপির বিরুদ্ধেও। তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে মঙ্গলবার তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপের চেষ্টাও করা হয়েছে। এবার ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল সুপ্রিমো বিজেপিকে একহাত নিয়ে বলে দিলেন, নির্বাচন জয়ের জন্য ওরা যা ইচ্ছা তাই করেছে। তাঁর কথায়, ‘ভাবুন, আমি যদি অভিষেককে ফোন করে থাকি, আমার ফোন আর অভিষেকের ফোন ট্যাপ হয়েছে। আমাদের কথাবার্তা সব আড়ি পেতে শুনেছে’। এরপরই অভিযোগ করেন, তাঁদের দলীয় বৈঠকের কথাবার্তাও সব রেকর্ড হয়ে গিয়েছে এই পেগাসাসের মাধ্যমে।
বিজেপি মারছে, খুন করছে আর শুধু কথা বলছে, কিন্তু কোনও কাজ করছে না বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, ‘শুধুমাত্র ‘স্পাইগিরি’ করা হচ্ছে, বিজেপি ‘বিটিং (মারধর করছে)’, ‘কিলিং’ (খুন করছে) এবং ‘টকিং টু মাচ অ্যান্ড ডুয়িং নাথিং’। নজরদারি থেকে বাঁচতে সেলোটেপ দিয়ে মোবাইলের ক্যামেরা ঢেকে দিয়েছেন মমতা। শহীদ দিবসের মঞ্চে নিজের ফোন তুলে দেখালেন ভার্চুয়াল দর্শকদের। বললেন, ‘চিদম্বরম, পাওয়ারদের মতো নেতাদের সঙ্গে কথাও বলার জো নেই’। এরপরই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে বললেন, ‘গরিব মানুষের হাতে টাকা দেওয়ার পরিবর্তে ‘স্পাইগিরির’ জন্য কোটি-কোটি টাকা খরচ করছে কেন্দ্রের বিজেপি সরকার’।