রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি।
তারপর কেটে গিয়েছে তিনদিন। কিন্তু এরমধ্যে একবারও বাড়িতে যোগাযোগ করেননি তিনি। তিনি কোথায় জানে না তার পরিবারও। ফলে এখনও নিখোঁজ মালদার তৃণমূল নেতা আনেসুর রহমান।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামে। ব্যবসা সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে ওই তৃণমূল নেতাকে অপহরণ করা হয়েছে বলেই অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই মালদার হরিশচন্দ্রপুর থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আনেসুর রহমান নামে ওই তৃণমূল নেতা পেশায় ইট ব্যবসায়ী। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইটভাটায় যাচ্ছেন বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর বেলা গড়িয়ে রাত হয়ে গেলেও কোনও খোঁজ পাওয়া যায়নি তৃণমূল নেতার। তাঁর পরিজনেরা খোঁজখবর শুরু করেন। তা সত্ত্বেও খোঁজ মেলেনি বছর পঞ্চাশের আনেসুরের।
তৃণমূল নেতার স্ত্রী মাসেদা জানান, ‘আমার স্বামী গত রবিবার সকাল বেলায় বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে কাজে বেরোয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেন না। আমরা এলাকায় খোঁজখবর নিই। তবে খোঁজ পায়নি। আমাদের মনে হচ্ছে তার নিখোঁজ হওয়ার পিছনে কোন কারণ আছে। কেউ বা কারা আমার স্বামীকে অপহরণ করেছে। আমরা চাই পুলিশ সঠিক কারণ খুঁজে আমার স্বামীকে উদ্ধার করুক।’
নিখোঁজ তৃণমূল নেতার ছেলের অভিযোগ, ‘বহু বছর আগে ইট কেনাবেচা সংক্রান্ত ব্যাপারে কালিয়াচকের বেশ কয়েকজন লোকের সঙ্গে আমার বাবার গণ্ডগোল হয়। তারা আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এছাড়াও সুলতাননগর এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে টাকা পয়সা নিয়ে ব্যবসায়িক বিবাদ রয়েছে বাবার। আমাদের সন্দেহ সেই অশান্তির জেরে কেউ বা কারা আমার বাবাকে অপহরণ করে থাকতে পারে।’