একদিকে যেমন বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর এই প্রথমবার তৃণমূলের ২১ জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান হচ্ছে। তেমনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এই প্রথম একুশে জুলাইয়ের সভায় বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষের পরই মঞ্চে ওঠেন তিনি। অভিষেক বলেন, ‘আমরা মাথা নত করব না। স্বৈরাচারী শক্তিকে হঠিয়ে উজ্জ্বল ভারত গড়তে একজোট হতে হবে আমাদের। ভয় দেখিয়ে লাভ নেই আমাদের। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। ভারতকে সঠিকভাবে স্বাধীন করে তমসাচ্ছন্ন ভারতবর্ষে মুক্তির সূর্যোদয় ঘটাবে এই বাংলাই’।
এখানেই না থেমে ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ এদিন আরও বলেন, ‘নেত্রীর দিকনির্দেশিকায় আগামী দিনে তৃণমূল সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হবে। সকলকে ধন্যবাদ যাঁরা আমাদের এই ভার্চুয়াল সভায় অংশ নিয়েছেন’। উল্লেখ্য, একুশের নির্বাচনে তৃণমূলের ঐতিহাসিক জয়ের নেপথ্যে অভিষেক অন্যতম কাণ্ডারী বলে মনে করে পর্যবেক্ষক মহলের একাংশ। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বড় ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে। এমনকী, নির্বাচনী প্রচারে অভিষেককে নিশানা করেছেন মোদী-শাহরাও। একুশের ফল ঘোষণার পর তৃণমূলের সাধারণ সম্পাদক পদে অভিষেককে নতুন দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।