২১ জুলাই তাঁদের কাছে স্বজন হারানোর দিন। তবু প্রতি বছর এই দিনটা এলেই তাঁদের মনটা ভরে যায় তৃণমূলনেত্রীর সঙ্গে সাক্ষাৎ, গল্প এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে। এই তো একটা দিন। যেখানে একেবারে কাছ থেকে পাওয়া যায় দিদিকে। কিন্তু করোনা পরিস্থিতিতে এই নিয়ে টানা দু’বার দেখা হবে না দিদির সঙ্গে! তাই মন ভালো নেই বরানগরের ব্যানার্জি পাড়ার রায় পরিবারের। আজ ২১ জুলাই পালন হচ্ছে। বাংলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও শুনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বর। তবে এই সভা ভার্চুয়াল হওয়ায় কাছে পাওয়া যাবে না সবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, কেটে গিয়েছে আড়াই দশকেরও বেশি সময়। তারপরও তরতাজা হয়ে রয়েছে ১৯৯৩ সালের ২১ জুলাই তাঁদের হৃদয়ে। ১৩ জন শহীদের অন্যতম বিশ্বনাথ রায়ের স্ত্রী মিতালী রায়, পুত্র রাজীব রায়–সহ পরিবারের সদস্যরা। প্রত্যেক বছর ২১ জুলাই এলেই তাঁদের মনের কোণে বিষন্নতার কালো মেঘ ছেয়ে যায়। তবে বারবার আন্তরিকতার ছোঁয়া পড়তো মমতা দিদির সঙ্গে দেখা করার পর। দু’বছর হলো সেটা অতীত হয়ে গিয়েছে করোনা অতিমারীর জন্য।
আগে এই দিনটিতে সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়া হতো। সেখান থেকে নেত্রীর সঙ্গে শহীদ মঞ্চে আসা। আজ কোনও কিছুই হচ্ছে না। এক প্রিয়জনকে হারানোর দিনে আরেক প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ না হওয়ার ব্যথা অনুভব করছেন বিশ্বনাথ রায়ের পরিবার। কিন্তু দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কর্তব্যে খামতি রাখেননি। তাই তো দলের পক্ষ থেকে সাংসদ দোলা সেনকে বাড়িতে পাঠিয়েছেন নেত্রী। তিনি মমতার বার্তা পৌঁছে দিয়েছেন বিশ্বনাথ রায়ের পরিবারের কাছে।
প্রতিবারের মতো এবারও বরানগরের ব্যানার্জি পাড়ায় বাড়িতে বিশ্বনাথ রায়ের স্ত্রীকে শাড়ি, নীল সাদা উত্তরীয় পাঠিয়েছেন মমতা। বাড়ি এসে খোঁজ নিয়েছেন বরানগর পুরসভার মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক এবং স্থানীয় ওয়ার্ড কো–অর্ডিনেটর অনিন্দ্য চৌধুরী। এ নিয়ে মিতালী দেবী বলেন, ‘মমতা দিদিই আমাদের সব। দিদি না থাকলে কোলের সন্তান নিয়ে শেষ হয়ে যেতাম। ১৯৯৩ সালের পর পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন দিদি। এবার দেখা হবে না তাই খারাপ লাগছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠিয়েছেন মিতালী দেবীর কাছে। যেখানে একুশে জুলাই ভার্চুয়ালি করার কথা জানিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি।