ফের বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, ছাতা হাতে বৃষ্টির মধ্যে সাংবাদিক বৈঠক করছেন তিনি। দেহরক্ষী তো বটে, অন্য কাউকেই ছাতা ধরতে দেননি। এমন ছবিকে ছড়িয়ে দিতে মরিয়া বিজেপি। গেরুয়া শিবিরের একের পর এক নেতা যখন এই ছবি ‘গর্ব’ প্রকাশ করে নেটমাধ্যমে পোস্ট করছেন তখনই উঠেছে অন্য এক প্রশ্ন। কেউ কেউ নেট মাধ্যমেই জানতে চেয়েছেন, ছাতা নিজে হাতে ধরলেও একটু বৃষ্টির জলে দাঁড়াতে পারলেন না মোদী! পায়ের তলায় ‘ম্যাট’ রাখতে হল? উঠছে নানান প্রশ্ন।
প্রসঙ্গত, সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন সংসদ ভবন চত্বরে যখন মোদীর গাড়ি এসে পৌঁছয় তখন বৃষ্টি হচ্ছিল। গাড়ি থেকে নেমে নিজেই ছাতা মাথায় দিয়ে এগিয়ে যান মোদী। সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছেন তখনও কারও হাতে ছাতা দেননি তিনি। মোদীর এই ছবি নিয়েই বিজেপি নেতা-মন্ত্রীদের দাবি, এমনটা আর কেউ করতে পারেন না। স্বাধীনতার পরে ভারতের কোনও প্রধানমন্ত্রীকে এই ভাবে নিজের ছাতা নিজে হাতে নিতে দেখা যায়নি। এমন দাবি নিয়ে ছবিটি ভাইরাল করার চেষ্টা যখন চলছে তখনই সেই ছবি ঘিরে নতুন প্রশ্ন জন্ম নিল নেটমাধ্যমে। আসলে সংসদ চত্বরের যেই জায়গায় মোদী সাংবাদিক বৈঠক করছিলেন সেখানে একটি সবুজ রঙের ‘ম্যাট’ পাতা ছিল। আর তার উপরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তা নিয়ে প্রশ্ন তুলেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি যেখানে মোদী ‘ফকির আদমি’ বলে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘যিনি বৃষ্টির জমা জলে পা রাখতে পারেন না, তাঁর কাছে কী করে আশা করা যায় যে, তিনি দেশের গরিব মানুষের কষ্ট বুঝবেন?’