বাংলায় বিধানসভা ভোটের সময় তাঁর ফোনে আড়িপাতা হয়েছিল বলে প্রকাশিত হয়েছে রিপোর্টে। এর জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির পরাজয় মনে করিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ,’অভাগাদের জন্য দু’মিনিটের নীরবতা।’
বিজেপিকে নিশানা করে অভিষেক টুইটারে লেখেন,’ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতর, নির্বাচন কমিশন, বিজেপির অর্থ ও ক্ষমতা, পেগাসাসের চরবৃত্তি সত্ত্বেও বাংলায় মুখরক্ষা করতে পারলেন না অমিত শাহ। ২০২৪ সালে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে আসুন।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম দাবি করেছে, বিধানসভা ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতা হয়েছিল। তাঁর ব্যক্তিগত সচিবও বাদ যাননি। তালিকায় আছেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর ঘনিষ্ঠরাও।
এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কী কারণে বা কেন আড়িপাতা হয়েছিল। তবে এটা স্পষ্ট, বিরোধী শিবিরের দুই সেনাপতির ফোনই টার্গেট করা হয়েছিল। প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া,’এই ধরনের পন্থা অবলম্বন করেও বাংলার ভোটে প্রভাব ফেলতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে আড়িপাতা হয়েছিল। আমি পাঁচবার হ্যান্ডসেট বদলেছি। তা-ও হ্যাকিং বন্ধ করতে পারিনি।’