বঙ্গে একুশের নির্বাচনের আগে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতা হয়েছিল। এবার এমনই বিস্ফোরক অভিযোগ করল ডিজিটাল সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সাংসদের মতো হেভিওয়েটের ফোনে আড়ি পাতার ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজধানীতে।
‘দ্য ওয়্যার’-এর দাবি, শুধু অভিষেক নয়, অভিষেকের ব্যক্তিগত সচিবের ফোনেও আড়িপাতা হয়েছিল। মনে করা হচ্ছে এই তালিকায় প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ কয়েকজনের নামও থাকতে পারে। ওই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট কৌশলি প্রশান্ত কিশোরও আড়িপাতা থেকে রেহাই পাননি।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের চলাকালীনই ফোনে আড়িপাতা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলসি নির্বাচনী সভা থেকে মমতা বলেছিলেন, ‘কে আমার ফোনে আড়ি পাতছে, আমি জানতে চাই। আমি সিআইডি তদন্তের নির্দেশ দেব’। কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন মমতা। এবার ‘দ্য ওয়্যার’-এর রিপোর্ট সেই বক্তব্যকেই সমর্থন জানাল বলে দাবি রাজনৈতিক মহলের
উল্লেখ্য, ‘দ্য ওয়ার’ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি আমলা, বিজ্ঞানী-সহ দেশের প্রায় ৩০০ নাগরিকের টেলিফোন নম্বরে আড়ি পাতছে কেন্দ্র। ৪০ জন সাংবাদিকও রয়েছেন তালিকায়। রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন নম্বরও। প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ ফোনই ট্যাপ করা হয়েছে ২০১৮-১৯ সালের মধ্যে। ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত এই ফোনে আড়ি পাতা চলছিল। ভারত ছাড়া আরও ৯টি দেশে আড়ি পাতা হয় বলে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে। আর তা নিয়েই সরব বিরোধীরা।