এবার বাদল অধিবেশনে সংসদে মোদী সরকারকে চেপে ধরতে চলেছে তৃণমূল। লোকসভায় বিরোধীদের একটা গোষ্ঠী তৈরি হতে চলেছে। সেই গোষ্ঠীই বাদল অধিবেশনে সরকারের জনবিরোধী নীতি নিয়ে তোলপাড় করে দেবে বলে সূত্রের খবর। তবে এখনই কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় করা হবে না বলেই শোনা যাচ্ছে। কিন্তু কংগ্রেসকে পাশে রাখা হবে।
একুশের নির্বাচনে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। ইতিমধ্যেই প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে বৈঠক করেছেন। ২১ জুলাই শহীদ দিবস এবার নয়াদিল্লীতেও শোনা যাবে। সেই ব্যবস্থা করা হয়েছে। বিজেপির বিজয়রথ বাংলায় রুখে দেওয়ার পর আগামী ১৯ জুলাই বাদল অধিবেশনের শুরুতেই এবার অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে ফ্লোর ম্যানেজমেন্ট তৈরি করতে চাইছে তৃণমূল।
তৃণমূল ইতিমধ্যেই কথা বলেছে আম আদমি পার্টি, শিরোমণি অকালি দল এবং সমাজবাদী পার্টির সঙ্গে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, ‘একুশের নির্বাচন অনেক সমীকরণ পাল্টে দিয়েছে। আমরা চাইছি এই অধিবেশনে বিরোধীদের অ্যাজেন্ডা তৈরি করতে। কংগ্রেসের সমস্যা হল তাদের এমন কোনও নেতা নেই যারা এই আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় আনতে পারে। তৃণমূল ছাড়া এটা আর কে করতে পারে।’