তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের পোস্টে ‘গুজরাত অন ফাস্ট ট্র্যাক’ হ্যাশট্যাগ ব্যবহার নিয়ে এবার কলকাতা মেট্রোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। গুজরাত সরকারের আত্মপ্রচারের টুইটার হ্যান্ডেলের মতো আচরণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কলকাতা মেট্রোর টুইটার হ্যান্ডেলে নতুন করে সাজিয়ে তোলা গান্ধীনগর স্টেশনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ২৫ সেকেন্ডের ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘বিভিন্ন রঙের আলোয় আলোকিত হয়ে উঠেছে নতুন করে সাজিয়ে তোলা গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন।’ সঙ্গে ‘গুজরাত অন ফাস্ট ট্র্যাক’ (গুজরাত দ্রুত এগিয়ে যাচ্ছে) হ্যালস ট্যাগও যোগ করা হয়। তা নিয়েই সরব হন ডেরেক। সেই টুইট রিটুইট করে তৃণমূলের জাতীয় মুখপাত্র লেখেন, ‘এটাকে প্রোপাগান্ডা হ্যান্ডেল হিসেবে ব্যবহার বন্ধ করা হোক।’