শুক্রবার রাতে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মন্ত্রী সাধন পাণ্ডে। শনিবার তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানাল চিকিৎসকরা। আইসিসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা।
শুক্রবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করেন তিনি। রাতে শ্বাসকষ্ট বাড়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভর্তির পর কোভিড পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ বলে জানান চিকিৎসকরা।
শুক্রবার এক্স রে, স্ক্যান এবং রক্ত পরীক্ষা করা হয়েছে। ওঁর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। আজ সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে।