সাম্প্রতিক অতীতে বীরভূমের কোনও প্রশাসনিক বৈঠকেই বিরোধী শিবিরের উপস্থিতি দেখা যায়নি। তবে এবার ডাক পেয়েই বীরভূমের প্রশাসনিক বৈঠকে হাজির হলেন জেলার দুবরাজপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা। আলোচনা শেষে তিনি জানান, যাবতীয় বিষয়ে বিস্তারিত ভাবে তাঁকে বলতে দেওয়া হয়েছে। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও বলেন, ‘বিরোধী দলের বিধায়কই সবচেয়ে বেশি বলার সুযোগ পেয়েছেন।’
সিউড়ি জেলাশাসকের দফতরে আয়োজিত বৈঠকে অনুপকে আগেই আমন্ত্রণ জানানো হয়। তিনিও বৈঠকে হাজির হয়ে একাধিক প্রসঙ্গ তোলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিস্তারিত ভাবে তিনি সব বিষয়ে বলেছেন। বৈঠক থেকে বেরিয়ে শতাব্দী বলেন, ‘অনেক জায়গায় করোনা ও নির্বাচনের কারণে কাজ আটকে ছিল। সেগুলো আবার নতুন করে শুরু হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ বৈঠকে বিরোধী বিধায়কের উপস্থিতি নিয়ে তাঁর মন্তব্য, ‘তাঁকে তো সবচেয়ে বেশি কথা বলতে দেওয়া হয়েছে। তাঁর সব প্রস্তাব শোনা হয়েছে।’