মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের পিছনে কি বিজেপির হাত রয়েছে। উঠে আসছে তেমনই প্রশ্ন। এবার তদন্তভার হাতে নিল সিআইডি। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন হোমিসাইড শাখার তদন্তকারীরা।
উল্লেখ্য, গত সোমবার মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাস বিকেলে নিজের মোটরবাইকে করে কাসেমবাজারে যান। সেখান থেকে তিনি সন্ধ্যায় একাই নিজের বাড়ি লাখুড়িয়াতে মোটরবাইকে করে ফিরছিলেন। সেইসময় পেছন থেকে তাঁকে ‘দাদা’ বলে ডাকে দুষ্কৃতীরা। গাড়ি থামিয়ে পেছনে ঘুরতেই অসীমবাবুকে গুলি করা হয়। গুলিটি লাগে তাঁর বুকের বাঁদিকে। তদন্তকারীরা জানিয়েছেন খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে। ফলে, প্রায় সঙ্গে সঙ্গেই প্রাণ হারান তিনি।
এবিষয়ে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সুপারি কিলার নিয়োগ করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তদন্তকারীরা দেখবেন, এই ঘটনায় আদৌ বিজেপি যোগ রয়েছে নাকি অন্য কোনও সূত্র লুকিয়ে রয়েছে। আগেও একবার দুষ্কৃতীদের হামলার কবলে পড়েছিলেন অসীম।