প্রায়ই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের সময় একটা ব্যাপার নজর এড়াল না অনেকেরই। দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের টেবিলে স্ট্যান্ড করা রয়েছে একটি জাতীয় পতাকা। যা এর আগে কখনও দেখা যায়নি।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি অনেক মুখ্যমন্ত্রীর অফিসেও ব্যাকড্রপে বা টেবিলে জাতীয় পতাকা থাকে। অনেক রাজ্যের নিজস্ব প্রতীক রয়েছে। কারও কারও টেবিলে তাও শোভা পায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের টেবিলে জাতীয় পতাকা দেখা গেল প্রথম।
জাতীয় পতাকার প্রতি সম্মানজ্ঞাপন নিয়ে এক সময়ে জ্যোতি বসুকে নিয়ে প্রবল বিতর্ক ছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা বড় সময়ে ১৫ অগস্ট রাইটার্সের সামনে জাতীয় পতাকা তুলতে যেতেন না বসু। তাঁর জায়গায় কোনও মন্ত্রী বা সরকারের মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিব মহাকরণে পতাকা উত্তোলিত করতেন। বিরোধী দল তৃণমূলের সমালোচনার মুখে মুখ্যমন্ত্রিত্বের শেষ কয়েক বছর জাতীয় পতাকা তুলেছিলেন জ্যোতিবাবু।
তবে কংগ্রেস করে উঠে আসা নেত্রী মমতার মধ্যে বরাবরই জাতীয়তাবাদী বোধ লক্ষ্য করা গিয়েছে। জাতীয় পতাকার প্রতিও শ্রদ্ধাশীল তিনি। প্রতিবছর ১৪ আগস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করেন মমতা। ২৬ জানুয়ারি রেড রোডের প্যারেডেও অংশ নেন। আর এবার সাংবাদিক বৈঠকের টেবিলে স্ট্যান্ড করা জাতীয় পতাকায় ফের একবার সকলের মন জয় করে নিলেন তিনি।