বৃহস্পতিবার সন্ধ্যায় খেলতে গিয়ে হঠাতই ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৮ বছরের এক বালিকা। আর তাকে উদ্ধার করতে গিয়ে প্রায় আরও ৩০ জন গ্রামবাসী পড়ে গিয়েছেন সেই কুয়োয়। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে এখনও অবধি জানা গিয়েছে। মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে ঘটেছে এই ঘটনা।
ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। টুইট করে তিনি জানিয়েছেন উদ্ধারকাজ চলছে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। ঘটনার দিকে নজর রাখাও কথাও বলেছেন তিনি। জানা গিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও অবধি ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এক অফিসার জানিয়েছেন, ওই মেয়েটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।