করোনা নিয়ে গতকালই নবান্নের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যা কার্যকর থাকবে ১৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। তবে আগামী ১৭ জুলাই, শনিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা রয়েছে। গোটা রাজ্যে কয়েক লক্ষ ছাত্রছাত্রী সেই পরীক্ষা দেবেন।
কোভিড পরিস্থিতিতে যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয় তার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন। প্রসঙ্গত, রাজ্যের তরফে প্রকাশ করা নয়া নির্দেশিকায় লোকাল ট্রেন বাদে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সমস্ত গণপরিবহণেই ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষার দিন যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও বাধার মধ্যে পড়তে না হয়, এবার তার জন্য জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিল রাজ্য সরকার।