দিন দুয়েক আগেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। মুখবন্ধ খামের সেই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে রীতিমত বিস্ফোরক একটি রিপোর্ট দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন৷ পাশাপাশি সিবিআই তদন্তের সুপারিশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।
ওই রিপোর্ট নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে কড়া প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, ‘ভোট পরবর্তী নয়, কমিশন যেসব ঘটনার কথা উল্লেখ করেছে, তার বেশিরভাগটাই ভোটের পূর্ববর্তী সময়ে। তখন রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। মানবাধিকার কমিশনকে সামনে এনে বাংলার নামে মিথ্যে রটানো হচ্ছে।’ উল্লেখ্য, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুলাই। ওই দিন রাজ্যের তরফে বক্তব্য পেশ করা হবে।