জোগানে টান। যথেষ্ট ভ্যাকসিন পাঠাচ্ছে না কেন্দ্র। তাই এখনও ভ্যাকসিনের আকাল লেগেই রয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে মাসে অন্তত ২ কোটি ডোজ টিকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর আসন্ন দিল্লী সফরে এই ব্যাপারে কেন্দ্রের সঙ্গে দরবার করতে পারেন।
তার আগে, আজ অথবা আগামীকাল চিঠি লিখবেন প্রধানমন্ত্রীকে। রাজ্য সরকার মনে করছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দিতে গেলে মাসে অন্তত দেড় কোটি ডোজ টিকা দরকার। এখন কেন্দ্রীয় সরকার মাসে ৬০ থেকে ৭০ লাখ ডোজ টিকা বাংলাকে দিচ্ছে। এইভাবে চলবে শুধু প্রাপ্ত বয়স্কদের দুই ডোজ টিকা দিতে দু আড়াই বছর লেগে যাবে। ততদিন অপেক্ষা করতে হলে করোনা মোকাবিলা কঠিন হয়ে পড়বে।