দিদির আগমনীবার্তায় ছেয়ে গিয়েছে নেটমাধ্যম। বৃহস্পতিবার টুইটারের ‘ট্রেন্ডিং’ তালিকায় সকাল থেকেই উপরের দিকে রয়েছে হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’। এই ‘দিদি’ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নন। এই ‘দিদি’ প্রিয়ঙ্কা গান্ধী। যিনি এআইসিসি-র তরফে উত্তরপ্রদেশের দায়িত্বে।
বাংলার নির্বাচনে স্লোগান ছিল, ‘বাংলা নিজের মেয়েকে চায়’। ছবি ছিল মমতা বন্দোপাধ্যায়ের। আর তাতে এসেছিল বিশাল সাফল্য। বিজেপির বিরুদ্ধে এবার সেই মডেলই আনতে চলেছে কংগ্রেস, ভাবছেন অনেকেই।
উল্লেখ্য, কদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন আই-প্যাক প্রশান্ত কিশোর, যার সংস্থ্যা তৃণমূলের প্রচারের দায়িত্বে ছিল। তারপেরই এরকম টুইটার ট্রেন্ড প্রশ্ন তুলেছে কংগ্রেসের সঙ্গে প্রশান্তের হাত মেলানো নিয়ে।
যোগী আদিত্যনাথ শাসিত রাজ্যে আগামী বছরের গোড়ায় বিধানসভা ভোট। সেই ভোটে ‘দিদি’ প্রিয়ঙ্কাকেই মুখ হিসেবে চাইছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা। নেটাগরিকদের একাংশ বলতেও শুরু করে দিয়েছে, উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে বিরোধী শিবিরের মুখ করা হলে নির্বাচনে বিজেপি-র হার নিশ্চিত।