মোদী সরকারের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২৬শে জুলাই এবং ৯ই আগস্ট সংসদ ভবন অভিযান করবেন শুধুমাত্র মহিলা কৃষকরা। বুধবার দিল্লীর সীমানায় এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি।
উল্লেখ্য, বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ২২শে জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন পার্লামেন্ট ভবন ঘেরাও করার হুঁশিয়ারি আগেই দিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা। প্রতিদিন অন্তত ২০০ জন করে আন্দোলনকারী কৃষক সংসদ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন। এদিন সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ২২শে জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত সংসদ ভবন ঘেরাও করে ওই বিক্ষোভ চলবে।